শফিউল আলম, রাউজানঃ চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নে দক্ষিণ সর্ত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় (২) এর ভবন নির্মাণের কাজ ফেলে উধাও ঠিকাদার। সরেজমিনে দেখা গেছে, পাইলিংয়ের কাজ করেই ভবন নির্মাণ কাজ ফেলে রেখেছে ঠিকাদার।

বিদ্যালয়ের পাশের ভবনের কাজ অসম্পন্ন অবস্থায় ফেলে রাখায় স্কুল ভবনের পিলারে গোড়ালি মাটি সরে গিয়ে ঝুঁকি তৈরি হয়েছে।শিক্ষার্থীরাও ঝুঁকির মধ্যে রয়েছে। নিয়মিত স্কুলে আসছেনা শিক্ষার্থীরা। জানা যায়, প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের অধীনে উপজেলা এলজিইডি তত্বাবধানে প্রায় এক কোটি ১১ লাখ টাকা বরাদ্দে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজী মাসুদ রানকে বিদ্যালয় ভবন নির্মাণের কাজ দেয়া হয়।২০২৩ সালের ১৪ নভেম্বর এই স্কুলের ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করেই এখন পর্যন্ত কোন কাজই করেনি ঠিকাদার। আওয়ামী লীগ সরকার পতনের পর স্কুল ভবন নির্মাণ কাজ ফেলে গা-ঢাকা দিয়েছে ঠিকাদার কাজী মাসুদ রানা। ১৬৯ নং দক্ষিণ সর্ত্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাঈনুদ্দিন বলেন,গত ২৩ সালে নভেম্বর মাসে ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করার পর পাইলিংয়ের কাজ করে এক বছর ধরে ভবন নির্মাণ কাজ ফেলে রেখেছে ঠিকাদার।এই অবস্থায় শিক্ষার্থীদের পাঠদানে সমস্যা হচ্ছে।
ভবন নির্মাণ না হওয়ায় আমরা চরম বিপাকে রয়েছি। বিদ্যালয়ের সামনে পুকুরের মতো গর্ত করে রাখায় শিক্ষার্থীরা দুর্ঘটনার শিকার হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে বিদ্যালয়ের ভবনটি নির্মাণ করা না হলেই আমাদের বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম দিনদিন চরম হুমকির মুখে পড়বে। স্কুলে১৩৬ জন শিক্ষার্থীকে পাঠদানের জন্য রয়েছে ৫জন শিক্ষক। এবিষয়ে ঠিকাদার কাজী মাসুদ রানা বলেন, স্কুল কর্তৃপক্ষ জায়গার সীমানা নির্ধারণ করে না দেওয়ায় ভবন নির্মাণ কাজ বন্ধ রাখা হয়েছে। উনারা যদি সীমানা নির্ধারণ করে দেন তাহলে দুই তিনদিনের মধ্যে কাজ শুরু করা হবে। এবিষয়ে জানতে চাইলে রাউজান উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, ঠিকাদার মাসুদকে শীঘ্রই ভবন নির্মাণ কাজ শুরু করতে তাগিদ দেয়া হয়েছে। সেই ৭দিনের মধ্যে বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু হবে বলে জানান। ৭দিনের মধ্যে বিদ্যালয় ভবন নির্মাণ কাজ শুরু না করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো।










