কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানে ওত পেতে থাকা দুই ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) গভীর রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ট্যুরিস্ট পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাদের আটক করতে সক্ষম হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন – কক্সবাজার পৌরসভার ৯নম্বর ওয়ার্ড ঘোনার পাড়া এলাকার ওসমান গণির ছেলে সাকিব হোসেন রানা (২০) ও আব্দুল জলিলের ছেলে মো. আরমান (২০)। এ সময় তাদের কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের মিডিয়া মুখপাত্র সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম।
তিনি জানান, সুগন্ধা পয়েন্ট সংলগ্ন ঝাউবাগানের কাঠের ব্রিজের পাশে ওত পেতে ছিল ছিনতাইকারীরা। খবর পেয়ে পুলিশ তাদের একটি চাকুসহ আটক করতে সক্ষম হয়। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।