টেকনাফে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার

কক্সবাজারের টেকনাফের নাফনদীর স্লুইচ গেট এলাকা থেকে দুই কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করেছে বিজিবি।

এসময় চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেন টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দিন আহমেদ।

তিনি বলেন, সোমবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ থেকে আনুমানিক ২০০ গজ পূর্ব দিকে চৌধুরীপাড়া স্লুইচ গেট নামক এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসতে পারে। এমন সংবাদে ব্যাটালিয়ন সদর এবং হ্নীলা বিওপির দুটি টহলদল চৌধুরীপাড়া এলাকায় অবস্থান নেয়।

পরে মিয়ানমার থেকে নাফনদী পার হয়ে এক ব্যক্তি চৌধুরীপাড়া স্লুইচ গেটের দিকে আসতে থাকেন। ওই ব্যক্তি টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা ব্যাগ পেলে নাফনদী সাঁতরিয়ে দ্রুত মিয়ানমারে পালিয়ে যান। পরে উল্লেখিত স্থানে তল্লাশি করে ২ কেজি ১২৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করা হয়।