উখিয়ার ‘ইউএনও’ কামরুল হাসান চৌধুরী

কক্সবাজার জেলার উখিয়া উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী (১৮১৩১) কে নিয়োগ দেওয়া হয়েছে।

রোববার (১০ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।

উখিয়ার নতুন ইউএনও পদে নিয়োগ পাওয়া মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বর্তমানে বান্দরবানের লামা’র ইউএনও হিসাবে দায়িত্ব পালন করছেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরী বিসিএস (প্রশাসন) ৩৫ তম ব্যাচের একজন কর্মকর্তা। তিনি উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেন (১৭৭১৮) এর স্থলাভিষিক্ত হবেন। মোহাম্মদ কামরুল হাসান চৌধুরীর নিজের ও শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়। এর আগে গত ৭ নভেম্বর উখিয়ার বিদায়ী ইউএনও তানভীর হোসেনকে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ির ইউএনও পদে নিয়োগ দেওয়া হয়।