চুনতিতে সড়ক দুর্ঘটনায় আহত ২৫

রোববার (১০ নভেম্বর) সকাল আটটায় কক্সবাজার শিক্ষা সফরে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়া সদর ইন্টারন্যাশনাল আজিজিয়া মাদ্রাসার ছাত্রদের বহনকারী বাসটি চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কে চুনতি হাজী রাস্তার মাথা নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে।

এতে ড্রাইভারসহ ২৫ জন গুরুতর আহত হয়।

আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। আশঙ্কাজনক ৫/৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানা যায়।