৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর (বৃহস্পতিবার) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর স্মৃতি বিজড়িত ষোলশহর ২নং গেইট জাতীয় বিপ্লব উদ্যানে চান্দগাৗঁ থানা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মাহবুবুল আলম, নাজিম উদ্দিন আহমেদ, সাবেক য্গ্মু সম্পাদক আনোয়ার হোসেন লিপু, সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক নকিব উদ্দিন ভুইয়া, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, ইলিয়াছ আলী, হাজী আবু বক্কর, আরিফুল ইসলাম, সালামত আলী, মো. আলমগীর,মনছুর আলম প্রমুখ।