টেকনাফে অস্ত্র-গুলিসহ আটক ৩

কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলিসহ তিন রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৩০ অক্টোবর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা খালে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবির টেকনাফ- ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন: উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু আহমেদের ছেলে এনায়েতুল্লাহ (২৬), একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩), টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৯)।

লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, নাফ নদীর লেদা খাল দিয়ে নৌকায় ডাকাত দলের অবস্থান নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড গুলিসহ তিনজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটকদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।