কাপ্তাই হ্রদের মহালছড়ি অংশে জেলের জালে ১২ কেজির চিতল

চট্টগ্রামের খাগড়াছড়ির মহালছড়ি অংশের কাপ্তাই হ্রদে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকালে হ্রদের খাগড়াছড়ির মহালছড়ি অংশে জেলেদের জালে মাছটি ধরা পরে।

পরে মাছটি প্রতি কেজি ৮০০ টাকা দরে ৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়। স্থানীয় মাছ ব্যবসায়ী আব্দুর রহমান এটি কিনে নেন।

এই ব্যবসায়ী বলেন, সকালে কাপ্তাই লেকে ১২ কেজি ওজনের চিতল মাছ ধরার খবর পেয়ে জেলের কাছ থেকে এটি কিনে নেই।

মহালছড়ির কাপ্তাই হৃদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসরুল্লাহ বলেন, চলতি মৌসুমে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় কাপ্তাই লেকে পানি বেশি। পানির স্তর স্বাভাবিক থাকায় বিভিন্ন প্রজাতির মাছ ধরা পরছে। এখানে প্রায় ৭৫ প্রজাতির মাছ পাওয়া গেলেও চাপিলা, কাচকিসহ ছোট মাছের আধিক্য বেশি। বড় সাইজের মাছ কম ধরা পরে।

তিনি বলেন, বড় মাছের আকাল যখন চলছে, তখন ১২ কেজি ওজনের চিতল ধরা পড়ল। জেলে অবতরণ কেন্দ্রে মাছটি আনার পর প্রতি কেজি ৮০০ টাকা দরে ৯ হাজার ৬০০ টাকায় বিক্রি হয়।