কক্সবাজার জেলার মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে উজালা রানী চাকমা (১৭৯২০) কে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মুহাম্মদ আনোয়ার পাশা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উজালা রানী চাকমা সহ একই পদমর্যাদার ৫ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় ইউএনও পদে পদায়ন করা হয়।
উজালা রানী চাকমা বর্তমানে কুমিল্লা জেলার মনোহরগঞ্জের ইউএনও হিসাবে কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ৩৪ ব্যাচের কর্মকর্তা। উজালা রানী চাকমার নিজের এবং শ্বশুরবাড়ি রাঙ্গামাটি জেলায়। উজালা রানী চাকমা মহেশখালীর বিদায়ী ইউএনও মীকি মারমা’র স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য, এর আগে কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি হুকুম দখল শাখার সাবেক কর্মকর্তা বিমল চাকমা’কে গত ১৮ অক্টোবর মহেশখালীর ইউএনও হিসাবে পদায়ন করা হলেও একই প্রজ্ঞাপনে এ নিয়োগ বাতিল করা হয়েছে।