কক্সবাজারে শ্রমিক লীগ সভাপতি ও ছাত্রলীগ নেতা গ্রেফতার

কক্সবাজার জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম কালু ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কক্সবাজার জেলা কমিটির সদস্য আবু সুফিয়ান নয়নকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান।

তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগসহ তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের সংশ্লিষ্টরা ছাত্র-জনতার আন্দোলনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থানে ছিল।

ইতোমধ্যে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার। তারপর অভিযান শুরু করেছে পুলিশ। এতে শ্রমিক লীগের সভাপতিসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।