ময়ুখ চৌধুরী। একজন বাংলাদেশী কবি, সমালোচক, প্রাবন্ধিক, গবেষক এবং অধ্যাপক। তাঁকে বাংলা কবিতার তিরিশ দশকের ব্যক্তিবাদী ধারার উত্তরাধিকারী মনে করা হয়। তার কাব্যচর্চায় বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের চেতনা ও সময়কালের অভিছাপ রয়েছে।
ময়ুখ চৌধুরী ১৯৫০ সালের ২২ অক্টোবর চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়িতে জন্মগ্রহণ করেন। । তাঁর মূল নাম আনোয়ারুল আজিম। ময়ুখ চৌধুরী তাঁর ছদ্ম নাম। তাঁর ছেলেবেলা কাটে চট্টগ্রামের দক্ষিণে কর্ণফুলীর পাড়ে। সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ম্যাট্রিকুলেশন বা প্রবেশিকা (বর্তমানে মাধ্যমিক বা এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ হবার পর লেখালেখি করবেন বলে কলা বিভাগে অধ্যয়ন করেন। এরপর চট্টগ্রাম কলেজ থেকে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৬৫ সালে ময়ুখ চৌধুরীর প্রথম কবিতা প্রকাশিত হয়। তিন বছর পর ১৯৬৮ সালে সম্পাদনা করেন সাহিত্য কাগজ ‘প্রতীতি’; এই কাগজের প্রচ্ছদ শিল্পীও ছিলেন তিনি নিজে। এর মাঝে দেশজুড়ে শুরু হয় (১৯৬৯) ঊনসত্তরের গণআন্দোলন। চট্টগ্রাম শহরের কবি ও সংস্কৃতিসেবীরা তাকে ঘিরে বেড়ে উঠতে থাকে। তাঁর আবাসস্থল দক্ষিণ নালাপাড়ায় তখন কবি ও সংস্কৃতিসেবিদের কেন্দ্র। তিনি ছিলেন কবিতাকর্মী ও নির্মাতা।