কক্সবাজারে সবুজায়ন ধ্বংস রোধে এলপিজি সিলিন্ডার ও চুলা বিতরণ

সেলিম উদ্দীন, ঈদগাঁও: কক্সবাজার উত্তর বন বিভাগের সহযোগিতায় বন নির্ভরশীল উপকারভোগীদের মাঝে বনের উপর চাপ কমানোর লক্ষ্য এলপিজি সিলিন্ডার ও চুলা বিতরণ করা হয়েছে।

২২ অক্টোবর (মঙ্গলবার) চকরিয়া উপজেলার রসিদ আহম্মেদ চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ইউএসআইডি এর অর্থায়নে নেকম ইকোলাইফ প্রকল্পের সহায়তায় প্রায় ৪৭ সেট গ্যাসের চুলা বিতরণ করা হয়।

নেকম সাইট অফিসার সিরাজুম মনিরের সঞ্চালনায় ফাঁসিয়া খালী রেঞ্জ কর্মকর্তা মেহরাজ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম।

বিশেষ অতিথিদের মধ্যে নেকম উপ প্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান, চকরিয়া প্রকল্প প্রস্তাবনা কর্মকর্তা আবু হাসনাত সরকার, ফাঁসিয়াখালী বন বিট কর্মকর্তা খসরুর আমিন ও নেকম এনআরএম ম্যানেজার আবদুল কায়ুম বক্তব্য রাখেন।

এসময় নেকম ইকোলাইফ প্রকল্পের কর্মকর্তা, সিএমসি সদস্যসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।