চট্টগ্রামের আনোয়ারায় হালিমা খাতুন (৭০) নামে এক নারী হাতির আক্রমণে নিহত হয়েছেন।
সোমবার(২১ অক্টোবর) রাত সাড়ে আটটায় উপজেলার বটতলী নতুন গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে। ঘটনাটি খুবই মর্মান্তিক ও করুন। নিহত নারী স্থানীয় মৃত সৈয়দ নূরের স্ত্রী। নিহত নারী ছয় সন্তানের জনক।
আনোয়ারা উপজেলার বটতলী রুস্তম হাটের ব্যবসায়ী মোহাম্মদ ফেরদৌস জানায় সোমবার রাত সাড়ে আটটায় একটি বাতি নিয়ে হালিমা খাতুন ঘর থেকে বের হয়।
সেই সময় পেছন থেকে বন্যা হাতির আক্রমণের শিকার হন ওই নারী। ওই বৃদ্ধা মহিলার মৃত্যু হলে বন্য হাতি তাকে গুচ্ছগ্রামের মাঠে রেখে অন্যত্র চলে যান। পরে রাতে শিয়ালের দল ওই নারীর মরদেহ টুকরা টুকরা করে ফেলে।
খোঁজ নিয়ে জানা গেছে রাতে ওই মহিলা ঘর থেকে বের হলে খোঁজখবর কেউ নেয়নি। সকাল হলেই খোঁজাখুঁজির একপর্যায়ে গুচ্ছগ্রামে ওই নারীর মরদেহের টুকরা টুকরা দৃশ্য দেখা যায়। আনোয়ারা থানার ওসি মনির হোসেন জানায় নিহত নারীর মরদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।