মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): অতিরিক্ত পুলিশ সুপার কাপ্তাই সার্কেল অফিসে বন্যহাতির দল আক্রমণ চালিয়েছে। এতে ওই অফিসের ব্যারাকঘরের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে।
কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানায়, সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাত ২টায় কাপ্তাই পুলিশ সার্কেলের ব্যারাকে ৩টি বন্যহাতির দল আসে এবং ১টি হাতি এক পুলিশ সদস্যের রূমে দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে জিনিসপত্র এলোমেলো ও ভাংচুর করে। রুমের পুলিশ সদস্য কাপ্তাই নতুন বাজার এলাকায় স্বপরিবারে বসবাস করে বিধায় ওইসময় রুমটিতে কেউ ছিল না।
পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে বানৌজা শহীদ মোয়াজ্জম ঘাঁটি থেকে হাতি তাড়ানোর একটি টিম ঘটনাস্থলে পৌঁছে হুইসেল বাজিয়ে হাতিগুলো তাড়াতে সক্ষম হয়।
বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার এএসএম মহিউদ্দিন বলেন, হাতিগুলো খাবারের সন্ধানে উক্ত এলাকায় আসতে পারে।
প্রসঙ্গত, প্রায় সময় কাপ্তাই উপজেলার বিভিন্ন স্থানে লোকালয়ে বন্য হাতির দল আক্রমণ করার খবর পাওয়া যাচ্ছে। এতে জানমালের ক্ষয়ক্ষতির একাধিক ঘটনা ঘটছে। বন বিভাগ থেকে বলা হয় হাতির চলাচলের এলাকায় বসতঘর নির্মাণের ফলে খাদ্য সংকট সৃষ্টি হওয়ায় হাতি দল খাদ্যের সন্ধানে লোকালয়ে হানা দিচ্ছে। এব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের করণীয় ঠিক করা না হলে বন্য হাতির তান্ডব চলতেই থাকবে বলে স্থানীয়রা জানায়।