‘চবি’র শিক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনে অত্যন্ত আনন্দিত’

চবি উপাচার্যের সাথে জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশন প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সাথে ১৯ অক্টোবর(শনিবার) সন্ধ্যা ৫:৩০ টায় Office of the United Nations High Commissioner for Human Rights, (OHCHR), Geneva, এবহবাধ এর এশিয়া প্যাসিফিক শাখার মানবাধিকার কর্মকর্তা লিভিয়া কোসেনজা এর নেতৃত্বে এক প্রতিনিধি দল মাননীয় উপাচার্যের ক্যাম্পসস্থ বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় প্রতিনিধি দলে গুম কমিশনের সদস্য, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক, জাতীয় আইনি সহায়তা সংস্থার প্রাক্তন প্রধান ও মহাসচিব, হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির উপদেষ্টা মানবাধিকার কর্মী নুর খান লিটন, হিউম্যান রাইটস সাপোর্টস সোসাইটির মানবাধিকার কর্মী জাহিদুল ইসলাম (শুভ), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী সমন্বয়ক মাহফুজুর রাহমান ও সুলতানুল আরেফিন, চট্টগ্রাম কলেজের বৈষম্যবিরোধী সমন্বয়ক ইফফাত ফাইরোজ এবং কক্সবাজার সিটি কলেজের বৈষম্যবিরোধী সমন্বয়ক জিনিয়া শারমিন রিয়া উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য মানবাধিকার কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন ক্যাম্পাসে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি অতিথিদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু ও শান্তিপূর্ণ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। সম্মানিত অতিথিবৃন্দ এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জেনে অত্যন্ত আনন্দিত হন। পরে মাননীয় উপাচার্য অতিথিদ্বয়কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম খচিত ক্রেস্ট উপহার দেন।

উল্লেখ্য, উক্ত প্রতিনিধিদল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরর সার্বিক পরিস্থিতি এবং গত জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র-গণআন্দোলনের পর্যবেক্ষণ করার নিমিত্তে মাননীয় উপাচার্যের সাথে আলাপ-অলোচনা করেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম, মানবাধিকার বিষয়ক সচেতনতা, একাডেমিক পরিবেশ ও গবেষণার প্রতি গুরুত্ত্বারোপ করে তাঁরা এ বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ও একাডেমিক কার্যক্রম উন্নীতকরণে সহযোগিতা করার বিষয়ে আলোচনা করেন।