চট্টগ্রামের ফেনীতে গত ৪ আগস্ট গণহত্যায় সহযোগিতার অভিযোগ এনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণসহ ৩ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২০ অক্টোবর) সাড়ে বেলা ১১টার দিকে ফেনী শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিপ্লবী ছাত্র সমাজের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
এসময় তারা অভিযোগ করে বলেন, গত ৪ আগস্ট ফেনীর মহিপালে আন্দোলনকারীদের পাখির মতো গুলি করে হত্যা করা হয়। কিন্তু ঘটনাস্থলে দুজন ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, বিজিবির সদস্যরা উপস্থিত থেকেও কোনো সহযোগিতা করেননি। তাই ওই গণহত্যার সহযোগী হিসেবে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের অপসারণ ও বিচার দাবি করছি।
আন্দোলনে আহতদের সুচিকিৎসার দাবি জানিয়ে ছাত্র সমাজের প্রতিনিধিরা বলেন, জেলা প্রশাসককে অপসারণের পাশাপাশি আইন ও বিচার বিভাগ থেকে ফ্যাসিস্ট হাসিনার দালালদের অপসারণ, আওয়ামী লীগকে যারা পুনর্বাসনের চেষ্টা করছে এবং অনৈতিক সুবিধা নিয়ে যারা হত্যাকারীদের রক্ষা করেছে তাদের চিহ্নিত করে বিচার করতে হবে।