খাগড়াছড়িতে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবি

পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা ১২টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্বর এলাকায় এই কর্মসূচি পালন করে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন, খাগড়াছড়ি জেলা শাখা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা রাষ্ট্রবিরোধী কাজ করতে চাই না। এক চেয়ারম্যান, মহিলা চেয়ারম্যান, মেম্বার ও একজন গ্রাম পুলিশ দিয়ে আমরা গ্রামের সব প্রকার আইনশৃঙ্খলা রক্ষা করে থাকি। ইউনিয়ন পরিষদ ভেঙ্গে দেওয়া হলে আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়বে। আমরা জনপ্রতিনিধি হয়ে কোনো অপরাধ করিনি। আমরা জনগণের সমর্থন ও ভালোবাসায় চেয়ারম্যান ও সদস্য হয়েছি। আমাদের অপসারণ না করে সহযোগী ভাবার আহ্বান জানাচ্ছি।

এ সময় বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশন খাগড়াছড়ির আহ্বায়ক ও লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবিল কুমার চাকমা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ অ্যাসোসিয়েশনের সদস্য সচিব সুজন চাকমা, আনন্দ মোহন চাকমা, মেরিনা চাকমা, মোহাম্মদ বাবুল, সুনীল চাকমা, সব্যচন্দ্র চাকমা বক্তব্য রাখেন।

মানববন্ধন শেষে অন্তর্বর্তীকালীন সরকার বরাবর জেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যরা খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।