কাপ্তাইয়ে গাঁজাসহ আলোচিত নারী মাদক কারবারী আটক

কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাঁজা সহ একাদিক মাদক মামলার আসামী ও আলোচিত নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র জানায়, রাঙামাটি জেলা পুলিশ সুপার ড.এসএম ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মোঃ জাহেদুল ইসলামের দিক-নির্দেশনায় ও থানার ওসি মো. মাসুদের নির্দেশে রোববার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২ টার সময় কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনী এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও পরোয়ানাভুক্ত আসামী আটক অভিযান পরিচালনা করা হয়। এসআই ফরহাদ, এএসআই রবিউল আলম ও সঙ্গীয় ফোর্স সহ অভিযান চলাকালীন গোপন সংবাদের ভিত্তিতে নতুন বাজারস্থ ঢাকাইয়া কলোনীর বাসায় তল্লাশি চালিয়ে ১০০ গ্রাম গাঁজা সহ একাধিক মাদক মামলার আসামী ও আলোচিত মাদক কারবারি ফুলবানু (৫০), পিতা- দারু মিয়াকে আটক করা হয়। এঘটনায় কাপ্তাই থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আটক আসামীকে রোববার সকালে জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, আটক ফুলবানু দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা ও পাচার কাজে জড়িত রয়েছে বলে কাপ্তাই থানা পুলিশ সূত্র জানিয়েছে। তার নামে থানায় একাধিক মাদক আইনে মামলা ও জিডি রয়েছে। এগুলি হলো- মামলা নং-০২ তাং-১০/১২/১৫, মামলা নং- ০৪ তারিখ-১৮/০৭/২০১১, সিআর মামলা নং-৬৪/১৬, মামলা নং-০৬ তাং-২৫/০৭/১৬, মামলা নং-০২ তারিখ-২৪/০৩/১৯, মামলা নং-০৫ তারিখ-১৩/১১/২০, মামলা নং-০২ তারিখ-০২/০৪/২৩, মামলা নং-০৩ তারিখ-২৭/০৪/২০২৪, মামলা নং-০৩ তারিখ-২৭/০৬/২৪ এবং থানার জিডি নং-৭৪৮, তারিখ-১৯/১০/২০২৪।