সভাপতি-লোকমান, সম্পাদক-সাগর
মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): দীর্ঘ সাত বছর পর কাপ্তাইয়ের স্বনামধন্য ও ঐতিহ্যবাহী অবকাশ ক্লাবের ২০২৫-২০২৬ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে ক্রীড়া অনুরাগী ও সমাজ সেবক লোকমান আহমদকে সভাপতি ও সাগর চক্রবর্তীকে সাধারণ সম্পাদক নির্বাচীত করা হয়েছে।
এ উপলক্ষে গত শনিবার (১৯ অক্টোবর) রাতে কাপ্তাই অবকাশ ক্লাবের নিজস্ব কার্যালয়ে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সদস্যদের সর্ব সম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়। ১১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ, যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাসেদ, অর্থ সম্পাদক মোহাম্মদ ফয়েজ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাংবাদিক মাহফুজ আলম, দপ্তর সম্পাদক মোহাম্মদ জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মান্নান। এছাড়া কার্যকরী কমিটির নির্বাহী সদস্যরা হলেন মন কালা মারমা ও সৈকত হোসেন মিঠু।
নব নির্বাচিত সভাপতি লোকমান আহমেদ বলেন, কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী অবকাশ কেন্দ্রের সভাপতির মতো যে গুরু দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি আন্তরিকতার সাথে সে দায়িত্ব পালন করবো। আবারও কাপ্তাইয়ের ক্রীড়াঙ্গনকে সতেজ করবো। আমি ক্লাবটির প্রতিষ্ঠালগ্ন থেকে যারা জড়িত তাদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।