শুভ জন্মদিন ওমর আলী

ওমর আলী। তিনি বাংলাদেশের প্রখ্যাত কবি।
তিনি ১৯৩৯ সালের ২০ অক্টোবর পাবনার শিবরামপুরে জন্মগ্রহণ করেন। তার কবিতায় গ্রামবাংলার মাটির অকৃত্রিম সোঁদা গন্ধ পাওয়া যায়।

তিনি এডওয়ার্ড কলেজ থেকে ১৯৬৫ সালে স্নাতক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭০ সালে ইংরেজিতে স্নাতকোত্তর, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পেশাগত জীবনে তিনি অধ্যাপক ছিলেন।

সরকারি শহিদ বুলবুল কলেজ পাবনা থেকে ১৯৯৭ সালের ২১ অক্টোবর অবসর গ্রহণ করেন। তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে- এদেশে শ্যামল রং রমণীর সুনাম শুনেছি, অরণ্যে একটি লোক, আত্মার দিকে, সোনালি বিকেল, নরকে বা স্বর্গে, প্রস্তর যুগ তাম্র যুগ, তেমাথার শেষে নদী, নিঃশব্দ বাড়ি, ডাকছে সংসার, যে তুমি আড়ালে, ফুল পাখিদের দেশ, ফেরার সময় প্রভৃতি। তার রচিত দুটি উপন্যাসের নাম কুতুবপুরের হাসনা হেনা, খান ম্যানসনের মেয়ে।

তিনি একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন।

২০১৫ সালের ৩ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন।