মহেশখালীতে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করছে প্রশাসন

কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করেছে স্থানীয় প্রশাসন।

শনিবার (১৯ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভার গোরকঘাটা বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা’র নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় দশটি প্রতিষ্ঠানকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে রয়েছে মাংসের দোকান, ফলের দোকান, ডিমের দোকান, সবজির দোকান এবং পাইকারি মুদি দোকান।

উপজেলা সহকারী কমিশন ভূমি এবং ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছি। পাশাপাশি মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি দামে বিক্রি এবং মালামাল ক্রয়ের চালানপত্র দেখাতে না পারায় দশটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা এবং সতর্ক করা হয়েছে। তিনি আরও বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।