‘৩১ দফার ভিত্তিতে বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে’

চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন লিপু বলেছেন, দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য দীর্ঘ ১৫বছর ফ্যাসিস্ট, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আওয়ামী দু:শাসনের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে। আমাদের নেতাকর্মীদের গণগ্রেপ্তার, গুম ও খুন করা হয়েছে। তারপরও বিএনপির একজন নেতাকর্মীকেও দলের কর্মকান্ড থেকে তারা সরাতে পারেনি। দলের প্রতিটি নেতাকর্মী গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জীবনবাজী রেখে কাজ করে গেছেন। দেশের গণতন্ত্র, বাকস্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ ছিল। একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা না করা পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আওয়ামীলীগ বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাসহ সাংবিধানিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান একটি সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মাণে ৩১দফার রুপরেখা দিয়েছেন। ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

১৯ অক্টোবর (শনিবার) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রদও রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফার আলোকে সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডস্থ এ ইউনিট বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ ইউনিট বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক এম. আবু বক্কর রাজু’র সঞ্চালনায় কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক মৎস্য বিষয়ক সম্পাদক মো. বখতেয়ার উদ্দিন, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন ভুইয়া, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী ইলিয়াছ শেকু, থানা বিএনপির সহ-সভাপতি মসিহউদ্দৌলা জাহাঙ্গীর, সহ-সভাপতি হাজী আইয়ুব, হাজী নিজামুল ইসলাম, হাজী হারুন সও., ম.হামিদ, গোলজার হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফজল আজিম মাসুম, সাইদুল ইসলাম, নুরনবী, সাজিদ হাসান রনি, মনছুর আলম, ইসকান্দর হোসেন, জামাল উদ্দিন, দিদারুল আলম, মো. সেলিম, মো. হোসেন মাসুম, মো. ইউসুফ, আব্দুল হক মাসুদ, মো. রেজওয়ান, মিজানুর রহমান সুমন, সিরাজুল ইসলাম ইকবাল, জসিম উদ্দিন, আবু তাহের, আবুল কালাম, মিনহাজ উদ্দিন সোহেল, কাউছার আলম কায়ছার, আব্দুল আজিজ, সাইদুল ইসলাম ইমন, শহীদুল ইসলাম শহীদ, মো. আজমল, মো. সরোয়ার, মো. মান্নান, মো. জালাল, মো. ফারুক, মো. তৈয়ব, সাদ্দাম হোসেন, সাইদুল ইসলাম বাপ্পি, মো. পারভেজ, আব্দুল মান্নান, মো. কাইছার, মো. মোক্তার হোসেন, আবদুর রহিম, মো. মুরাদ, জয়নাল আবেদীন, মো.আলাউদ্দিন, সোলাইমান, শাহ আলম, মো.মিজান, মো. রাশেদ, নিজাম, মো. ইউসুফ, শাফায়াত হোসেন সোহান, আলাউদ্দিন সাকিব, জিসান প্রমুখ।