বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও জাতীয় সদর দপ্তরের সহযোগিতায় ২ দুইদিন ব্যাপী Cyclone Early Action Protocol (EAP) প্রশিক্ষণ আরম্ভ হয়েছে। যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের মিলনায়তন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে ।
১৯ অক্টোবর(শনিবার) প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী কার্যক্রমের সূচনা হয় যা ২০ ই অক্টোবর শেষ হবে। Cyclone Early Action Protocol (EAP) রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ১৯-২০ই অক্টোবর ২ দিনব্যাপী আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফখরুল ইসলাম চৌধুরী পরাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারী মোঃ আসলাম খান, কার্যকরী পর্ষদ সদস্য ইসমাইল হক চৌধুরী ফয়সাল, সোসাইটির উপ পরিচালক আলাউদ্দিন পাটোয়ারী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ, আইএফআরসি এর সিনিয়র অফিসার শরীফ খান বিডিআরসিএস প্রতিনিধি অভিষেক বড়ুয়া সহ সোসাইটির কর্মকর্তাবৃন্দ। উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ১৪ উপজেলার ১৪জন স্বেচ্ছাসেবক, ৬ জন ইউনিট স্বেচ্ছাসেবক সহ মোট ২০ জন অংশগ্রহন করছে। স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত এবং দুর্যোগ মোকাবিলায় এবং আগাম প্রস্তুতির বিষয়বস্তু নিয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে ।