বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবং প্রযোজক সংস্থা টি-সিরিজের মালিক, অভিনেত্রী দিব্যা খোসলা কুমারের মধ্যে চলছে দ্বন্দ্ব। তাই আলিয়ার বিরুদ্ধে বক্স অফিস কারচুপির অভিযোগ করেন দিব্যা।
সম্প্রতি ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘জিগরা’। এর যৌথ প্রযোজক করণ জোহর এবং আলিয়া। তাদের দাবি, সিনেমাটি হলভর্তি দর্শক পাচ্ছে যে কারণে মুক্তির মাত্র ২ দিনেই প্রায় ১১ কোটি টাকার ব্যবসা করেছে ‘জিগরা’।
আর বিষয়টিকেই ভুল বলে তুলে ধরেছেন দিব্যা। আলিয়ার বিরুদ্ধে বক্স অফিস কারচুপির অভিযোগ এনে তার প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন।
‘জিগরা’ সিনেমার দর্শকশূন্য প্রেক্ষাগৃহের ছবি পোস্ট করে দিব্যা দাবি করেন, আলিয়া ‘ভুয়া কালেকশন’ দেখানোর জন্য নিজেই টিকিট কিনেছেন।
দিব্যার এমন অভিযোগের কোন প্রতিক্রিয়া জানাননি আলিয়া। তবে করণ জোহর সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে লেখেন, ‘পাগলদের পাল্টা জবাব দেয়ার চেয়ে চুপ থাকাই শ্রেয়।’
প্রসঙ্গত, আলিয়া অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘জিগরা’ ও দিব্যা খোসলার টিসিরিজ প্রযোজিত সিনেমা ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ একই দিন অর্থাৎ ১১ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পায়। বক্স অফিসে ‘জিগরা’ থেকে একটু হলেও এগিয়ে আছে দিব্যা খোসলা প্রযোজিত ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’ সিনেমাটি।