‘সাগরকন্যা’ সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল চারটায় নজরুল স্কয়ারে (ডিসিহিল) কবি ও সম্পাদক আবদুল্যাহ মজুমদারের সভাপতিত্বে ‘সাগরকন্যা পাঠচক্র’ র সাহিত্যাড্ডা অনুষ্ঠিত।

সাগরকন্যা সম্পাদক মোস্তফা হায়দারের সঞ্চালনায় আড্ডায় লেখা পাঠ করেন কবি ও ঔপন্যাসিক তাপস চক্রবর্তী, কবি ও ছড়াকার ওসমান মাহমুদ, ছড়াকার হোসাইন মোস্তফা, কবি ও সম্পাদক অভিলাষ মাহমুদ এবং কবি ও সম্পাদক মিজান মনির প্রমুখ।

আলোচনায় অংশনেন নজরুল গবেষক ও মানবাধিকার কর্মী ওসমান জাহাঙ্গীর, কবি ও সম্পাদক এবং অনুষ্ঠানের সভাপতি আবদুল্যাহ মজুমদার। বক্তারা দীর্ঘদিনের খরাময় সময় কাটিয়ে এ আড্ডা নিয়মিত করার আহবান জানান।