কাপ্তাইয়ে প্রবারণা পূর্ণিমায় ফানুস উড়লো আকাশে

মোঃ নজরুল ইসলাম লাভলু,কাপ্তাই(রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন ঐতিহ্যবাহী চিৎমরম বৌদ্ধ বিহার সহ এলাকার বিভিন্ন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ফানুস উড়ানো হয়েছে।

বৃহস্পতিবার(১৭ অক্টোবর) সন্ধ্যায় বিহারে বিহারে প্রদীপ প্রজ্জলন করে আকাশে বিভিন্ন আকারের ফানুস উড়ানো হয়। এছাড়া দেশ ও জাতির মঙ্গল কামনায় বিভিন্ন বিহারে দিনব্যাপী প্রার্থনা ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

প্রসঙ্গত, বৌদ্ধ ভিক্ষুদের আষাঢ়ী পূর্ণিমা থেকে প্রবারণা পর্যন্ত তিন মাস বর্ষাবাসের পর,এই প্রবারণা পূর্ণিমা পালন করা হয়। বৌদ্ধ ভিক্ষুরা সাধনা লাভে এই তিন মাস আত্মশুদ্ধি ও মনের পবিত্রতার জন্য ধ্যান, সাধনা, ভাবনা, নীতি অনুশীলন করেন।