খাগড়াছড়ির দীঘিনালায় পোমাং পাড়ায় স্বর্ণ কুমার ত্রিপুরাকে গুলি করে হত্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ, ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম ও বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদ।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি, নিহত পরিবারকে এককালীন আর্থিক অনুদান ও গ্রামবাসীর নিরাপত্তা নিশ্চিতের দাবি করেন।
পরে চার দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি দেয়া হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের সুশীল কল্যাণ ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সভাপতি নয়ন ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের সহ-সভাপতি চামেলী ত্রিপুরা প্রমুখ।
গত মঙ্গলবার নিজ বাড়ির কাছেই গুলিতে নিহত হয় স্বর্ণ কুমার ত্রিপুরা নামে এক ব্যক্তি। নিহতের স্ত্রী মিতা রানী ত্রিপুরা বাদী হয়ে ওই দিন দীঘিনালা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা পাশের গ্রামের রঞ্জন কুমার চাকমা, গিরি চাকমা, জোনাল চাকমা ও বসুচা ত্রিপুরাকে আসামি করা হয়।