চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাণীগ্রাম বাইন্যা দিঘিীর পাড় এলাকায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ এক অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার উক্ত স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মহেশখালী উপজেলার ৩ কালারমারছড়া ইউপিস্থ উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়া পাড়া এলাকার মালেশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার ৩ বছর বয়সী কন্যা সন্তান রশ্মি বড়ুয়া (৩)। অন্যজনের পরিচয় এখনো পাওয়া যায়নি।
আহতরা হলেন কক্সবাজার জেলার মহশখালী হোয়ানক ইউপির ৫ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশু কন্যার মাতা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজি চালক জাবের (১৯)।
রামদাশ মুন্সিরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ নুরুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। সিএনজি অটোরিকশার সঙ্গে অজ্ঞাত গাড়ির ধাক্কা লেগেছে বলে শুনেছি।