কাপ্তাইয়ে প্রতিটি মন্দিরে একজন করে ট্যাগ অফিসার নিয়োজিত আছে

মোঃ নজরুল ইসলাৃ লাভলু, কাপ্তাই (রাঙামাটি): শারদীয় দূ্র্গা পূজার মহা ষষ্ঠীতে গতকাল বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় মন্দির পরিচালনা কমিটি ও ভক্তদের সাথে তিনি পুজার শুভেচ্ছা বিনিময় সহ পুজায় আইন শৃঙ্খলা বিষয়ে কথা বলেন।

পরিদর্শনকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কেপিএম কয়লার ডিপু হরি মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি স্বপন সেন, সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক অমিত বিশ্বাস বাবলু, মহিলা সম্পাদিকা শিপ্রা লোধ সহ মন্দির পরিচালনা কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও মো. মহিউদ্দিন গণমাধ্যম কর্মীদের বলেন, বাঙালী সনাতনী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গা পুজা যাতে উৎসব মুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, সেজন্য প্রতিটি মন্দিরে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রতিটি মন্দিরে সার্বক্ষনিক অবস্থান করছেন। আমি সবসময় প্রতিটি মন্দিরের সভাপতি, সম্পাদক সহ উপজেলা পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছি। প্রতিটি মন্দির আমরা পরিদর্শন করবো।