খুরুস্কুলের শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

কক্সবাজার সদরের খুরুশকুলের চিহ্নিত সন্ত্রাসী, অস্ত্র কারবারি ও দুই ডজনেরও বেশি মামলার আসামি মামুনুর রশিদকে ছাড়িয়ে নিতে মিশনে নেমেছে রাজনৈতিক দুর্বৃত্ত ও একটি প্রভাবশালী চক্র। ইতোমধ্যে পুলিশের শীর্ষস্থানীয় বেশ কয়েকজন কর্মকর্তার সঙ্গে তারা যোগাযোগ করেছে। অবৈধ লেনদেনের প্রস্তাবও দিয়েছে বলে শোনা যাচ্ছে।

তবে বর্তমান পুলিশের কর্মকর্তাগণ সেই আগের অবস্থানে নেই। ছাত্রজনতার আন্দোলনের পরবর্তী সময়ে নড়েচড়ে বসেছে পুলিশ প্রশাসন। যে কারণে তদবিরবাজরা সুবিধা পাচ্ছে না বলে জানা গেছে।

শীর্ষ সন্ত্রাসী মামুনকে রবিবার (৬ অক্টোবর) গ্রেপ্তার করা হয়। সে খুরুশকুল ৪ নং ওয়ার্ড এর কাউয়ার পাড়ার বাসিন্দা মরহুম নুরুল আলম বহদ্দারের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র মামলাসহ দুই ডজনের অধিক মামলা ও অভিযোগ রয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।
এদিকে সন্ত্রাসী মামুনকে থানা থেকে ছাড়িয়ে নিতে প্রভাবশালী মহলের তদবিরের বিষয়ে জানতে চাইলে ওসি ফয়জুল আজিম নোমান বলেন, অপরাধীদের কোন দল নাই। মামুনুর রশিদ একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্র কারবারি বলে বিভিন্ন সূত্র থেকে জানা গেছে। তার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে। যার অনুসন্ধান চলছে।
তবে কতটি মামলা রয়েছে, তা খোঁজ নিয়ে বলতে হবে বলে জানিয়েছেন ওসি।
এদিকে মামুনুর রশিদের মত একজন শীর্ষ সন্ত্রাসী ও দাগি অপরাধীকে গ্রেফতার করায় পুলিশ সুপার মোহাম্মদ রহমত উল্লাহ, সদর মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমানসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন ভুক্তভোগি ও খুরুশকুলের সর্বস্তরের জনগণ।
অপরাধীদের দমনে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা।