৩ অক্টোবর আনোয়ারায় উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেল

অবশেষে মিলল চট্টগ্রামের আনোয়ারায় পাওয়া তরুণীর মরদেহের পরিচয়। প্রযুক্তির সহায়তায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন চট্টগ্রাম জেলা ইউনিটের একটি টিম তার পরিচয় শনাক্ত করে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আনোয়ারার বৈরাগ চায়না ইকোনমিক জোন অফিসের পূর্ব পাশে একটি টিলা থেকে তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।

পরে আনোয়ারা থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়। সেখানে পিবিআইয়ের একটি টিম ফিঙ্গারপ্রিন্টের সহায়তায় তরুণীর পরিচয় শনাক্ত করে।

ভুক্তভোগীর নাম আমেনা বেগম (২৩)। তিনি নগরের কোতোয়ালি থানার বলুয়ার দিঘীরপাড় এলাকার আবুল কালাম সওদাগরের কলোনিতে থাকতেন। তবে তার স্থায়ী ঠিকানা কুমিল্লার মুরাদনগর থানার নাগেরকান্দি এলাকায়।

পিবিআই চট্টগ্রাম জেলা ইউনিটের উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন বলেন, ওই তরুণীর পেটে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, ১ অক্টোবর রাত ৮টা থেকে ৩ অক্টোবর ভোর ৫টার মধ্যবর্তী কোনো সময়ে অজ্ঞাতনামা আসামি বা আসামিরা পূর্ব পরিকল্পিতভাবে ভুক্তভোগীকে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশ্যে মরদেহটি ঘটনাস্থলে ফেলে চলে যায়। আইনিপ্রক্রিয়া শেষে ভুক্তভোগীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।