চট্টগ্রামের সাতকানিয়ায় মোটরযানের শৃঙ্খলা রক্ষার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন রুট পারমিট, হেলমেট পরিধান ইত্যাদি বিষয়ে আইন অমান্য করায় সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
আজ বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে উপজেলার কেরানিহাট এলাকায় ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
এ সময় মোটরযানের ড্রাইভারদের লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন রুট পারমিট, হেলমেট পরিধান ইত্যাদি বিষয় চেক করা হয় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় মোট ১৫০০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনী ও সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম গণমাধ্যমকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সড়ক পরিবহন আইন ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৮টি মামলায় মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।