বান্দরবানে বৈষম্যবিরোধী আন্দোলনে নাশকতায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

বান্দরবানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক যুবলীগ নেতা আবু তৈয়বকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে জেলা শহরে অভিযান চালিয়ে র‍্যাবের একটি দল তাকে গ্রেফতার করে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হাবিব আল মাহমুদের দায়ের করা মামলার এজাহারনামীয় ২৪ নাম্বার আসামি আবু তৈয়ব চৌধুরী।

পুলিশ জানায়, বান্দরবান পৌরসভার ক্যংয়ের মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যার হুমকি ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি সাবেক যুবলীগ নেতা আবু তৈয়ব চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে শহরে অভিযান চালিয়ে র‍্যাব ১৫ এর একটি দল তাকে গ্রেফতার করে থানায় সোপর্দ করে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, আবু তৈয়বের নামে ৪টি মামলা হলেও এজাহারনামীয় একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। এ মামলার অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ৫ আগস্টের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জনতার পক্ষ থেকে নৈরাজ্য সৃষ্টি ও হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতাসহ শতাধিক ব্যক্তিকে আসামি করে বান্দরবান সদর থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়। আবু তৈয়ব চৌধুরী চারটি মামলার আসামি।