চট্টগ্রাম নগরের খুলশী এলাকার বাস্কেট নামের একটি সুপারশপকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার (০১ অক্টোবর) চট্টগ্রাম সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।
এছাড়া সুপারশপটিতে পচে যাওয়া সবজি, ফলমূল কেটে পুনরায় প্যাকেটজাত করা ও বাসি মাছ মাংসে বর্তমান দিনের ট্যাগ লাগিয়ে প্রতারণামূলকভাবে বিক্রয় করা হয়। এতে ভোক্তার মারাত্মক আর্থিক ও স্বাস্থ্যগত ক্ষতির আশংকা থাকায় আসামীর স্বীকারোক্তির ভিত্তিতে অপরাধ আমলে গ্রহণ করা হয়। অভিযোগের সত্যতা থাকায় এবং আসামীর অপরাধ উদঘাটিত হওয়ায় মোঃ মিজানুর রহমানকে যথাক্রমে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর আওতায় দশ হাজার টাকা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে বাস্কেট সুপারশপে ৩১ কেজি নিষিদ্ধ পলিথিন মজুদ ও ব্যবহারের দায়ে অপারেশন ম্যানেজার মোঃ মিজানুর রহমানকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
একইসাথে ৩১ কেজি পলিথিন ব্যাগ জব্দ করে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে নিষ্পত্তির নির্দেশ প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসন, চট্টগ্রামের অভিযান অব্যাহত থাকবে বলে ও জানান, চট্টগ্রাম সিটি করপোরেশনের কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আরাফাত সিদ্দিকী।