ব্রাজিলের সাবেক কোচ তিতে চাকরি হারালেন

টানা দুই বিশ্বকাপে ব্রাজিলের কোচের দায়িত্বে ছিলেন তিনি। বিশ্বকাপের মঞ্চে ব্যর্থ হলেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের শিরোপা এনে দিয়েছিলেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলকে পার করেছিলেন অপরাজিত রেখেই। বলা হচ্ছে ব্রাজিলের সাবেক কোচ তিতের কথা। ব্রাজিলের দায়িত্ব ছেড়ে ফিরেছিলেন ক্লাব কোচিংয়ে। কাতার বিশ্বকাপের পর ব্রাজিলিয়ান সিরি আ’র ক্লাব ফ্লামেঙ্গোর দায়িত্ব নিয়েছিলেন তিনি। খুব খারাপ করছিলেন এমনটা বলাও যায় না। তবু চাকরি হারাতে হলো তাকে।

ফ্লামেঙ্গোর কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ব্রাজিল জাতীয় দলের সাবেক কোচ তিতে। গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয় ক্লাবটি। ব্রাজিল জাতীয় দলের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকেই ক্লাবটির কোচের দায়িত্ব পালন করছিলেন তিতে।

এক বিবৃতিতে তিতেকে বরখাস্ত করার বিষয়টি জানিয়েছে ফ্লামেঙ্গো। তার জায়গায় অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন অ্যাতলেটিকো মাদ্রিদ এবং ব্রাজিলের সাবেক ডিফেন্ডার ফেলিপে লুইস। এ বছরের শেষ পর্যন্ত তিতের সঙ্গে চুক্তির মেয়াদ ছিল ক্লাবটির।

ফ্লামেঙ্গো এই ঘোষণা দিয়েছে অ্যাটলেটিকো পারানায়েন্সের বিপক্ষে ১-০ গোলে জয়ের এক দিন পার না হতেই। চলতি মৌসুমে ২৭ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে ব্রাজিলিয়ান লিগে চার নম্বরে আছে ফ্লামেঙ্গো। শীর্ষে থাকা বোতাফাগোর চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে আছে তারা। গত সপ্তাহে কোপা লিবার্তেদোরেসের বাছাই পর্বের ম্যাচে উরুগুয়ের ক্লাব পেনারলের বিপক্ষে হেরে বিদায় নেয় ফ্লামেঙ্গো। এরপরই তিতের বিদায় ঘণ্টা বাজাটা সময়ের ব্যাপার হয়ে যায়।

ফ্লামেঙ্গো আগামী বুধবার (২ অক্টোবর) ব্রাজিলিয়ান কাপের সেমিফাইনালে করিন্থিয়ান্সের মুখোমুখি হবে। বিগ বাজেটের দলটির জন্য এই টুর্নামেন্টই শিরোপা জেতার শেষ সুযোগ।

গত এপ্রিলে রিও স্টেট চ্যাম্পিয়নশিপে জেতা শিরোপাটাই ফ্লামেঙ্গোর হয়ে তিতের একমাত্র শিরোপা হয়ে থাকল। এই ৬৩ বছর বয়সী কোচ ২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে ব্রাজিলের বিদায়ের এক সপ্তাহ পর পদত্যাগ করেছিলেন। তার আগে তার অধীনে ২০১৮ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরেছিল ব্রাজিল।