‘ব্যক্তি জীবনে রাসুল (সাঃ) এর আদর্শ অনুসরণ দুনিয়া ও আখেরাতে শান্তি সম্ভব’

মুহাম্মদ আলী রশীদ: আমিরাত প্রতিনিধি: গাউসিয়া কমিটি বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত আবুধাবির বৃহত্তর মোছাফাহ্ শাখার উদ্দোগে। পবিত্র জশনে ঈদে মিলাদুন্নবী (দঃ) ও আওলাদের রাসুল রাহনুমায়ে শরীয়ত ও তরিক্বত মুরশিদে বরহ্বক গাউসে জামান হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (রা) এর মাসিক ফাতেহা শরীফ মাহফিল অদ্য ২৭ শে সেপ্টেম্বর ২০২৪ শুক্রবার) সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী জামাল এর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক মোঃ মোরশেদ আলম সাংগঠনিক সম্পাদক মো ইলিয়াছের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউ এ ই গাউছিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি মোহাম্মদ আজম খান।

বিশেষ অতিথি মোছাফফাহ শাখার উপদেষ্টা মন্ডলের সদস্য ইউনুছ সিদ্দিকী, মাওলানা নুরুল ইসলাম আনসার, মাওলানা দিদারুল ইসলাম,আবুধাবি শাখার সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শারজা শাখার সভাপতি মোঃ মুসা সহ-সভাপতি গোলাম কাদের প্রধান বক্তা ছিলেন মোছাফফাহ শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জসিম, সহ-সভাপতি মোঃ সেলিম,নরুল আলম মোহাম্মদ খোরশেদ চৌধুরী ধর্ম সম্পাদক মাওলানা মুবিন অর্থ সম্পাদক মোহাম্মদ জাহেদ সহ অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম ও মুহাম্মদ মামুন,প্রচার সম্পাদক মোহাম্মদ জালাল,আসাদ,খন্দকার জিয়াউল হক,নুর হোসেন, ইউনুস,আক্কাস, আলম,আবছার, আব্দুল্লাহ হাসান, শাহাবুদ্দিন মাবুদ,রিপন কাজেমি, জামাল,রেজাউল,সাকিব প্রমুখ। সংগঠনের নেতৃবৃন্দ আরো বলেন আল্লাহ ও রাসুলের (সাঃ)নির্দেশ মতো চলতে পারলে দুনিয়া ও আখেরাতে শান্তি সম্ভ্রম। তাই ব্যক্তি জীবনে রাসুল (দঃ)এর আদর্শ অনুসরণ করতে হবে।