মিরসরাইয়ে নৌকার জমজমাট প্রচারণা, মাঠে নেই ধানের শীষ

মিরসরাই প্রতিনিধি ::
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র ১৫ দিন। নির্বাচনের তারিখ যতই কাছে আসছে মিরসরাইয়ে ততই বাড়ছে প্রচার প্রচারনার মাত্রা। ব্যানার ফেস্টুনে ভরে উঠছে বিভিন্ন গ্রাম মহল্লা। চট্টগ্রাম-১ মিরসরাই আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সমর্থনে প্রতিদিনই উপজেলার বিভিন্ন স্থানে জমজমাট প্রচার প্রচারনা। তবে নৌকা প্রতীকের প্রধান প্রতিদ্বন্ধী ধানের শীষের প্রার্থী নুরুল আমিনকে এখনো দেখা যায়নি ভোটের মাঠে। প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ও ইসলামিক ফ্রন্টের প্রার্থীরাও ।

তফশিল মোতাবেক গত ১১ডিসেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারনা শুরু হয়েছে। পোস্টার লিফলেট ব্যানার বিলি বন্টনও চলছে উপজেলাজুড়ে। প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।

আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে বর্ধিত সভা, বাড়ি বাড়ি উঠোন বৈঠক ও কেন্দ্র কমিটি গঠন শেষে এখন চলছে ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্র ভিত্তিক প্রচারণা । নৌকার প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সকাল থেকে রাত পর্যন্ত ভোটারদের বাড়ী বাড়ী গিয়ে আবারো নৌকা প্রতিকে ভোট কামনা করছেন। উন্নয়নের ফিরিস্তি দিয়ে ভোটারদের মন জয়ে ব্যস্ত দলের বিভিন্ন স্তরের নেতা কর্মিরাও।

উপজেলাজুড়ে আওয়ামীলীগের প্রচারণার বিপরীতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী নুরুল আমিন এখনো প্রচারণা শুরু করেননি। অন্তঃকোন্দল এবং ক্ষমতাসীন দলের মামলা হামলাকে প্রতিবন্ধকতা বলে জানিয়েছেন বিএনপির একাধিক নেতা। মনোনয়নবঞ্চিতরা রাগে অভিমানে এখনো দলের প্রার্থীর পক্ষে নির্বাচনী কোন কাজে অংশ নিচ্ছেন না। বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন মনোনয়নবঞ্চিত নেতাদের ঘরে ঘরে গিয়ে অভিমান ভাঙ্গানোর চেষ্টা করছেন। সেই সাথে মিরসরাইয়ের বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মিদের উপর হামলা ও পুলিশী হয়রানীর কারনে এলাকায় থাকতে পারছেনা নেতা কর্মিরা। তবে খুব দ্রুতই গণতন্ত্র রক্ষায় ভোটের মাঠে প্রচারনায় নামবেন বলে জানিয়েছেন বিএনপি নেতা কর্মিরা।

উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক গাজী নিজাম জানান, কৌশলগত কারনে বিএনপি ঢালাওভাবে প্রচারণা শুরু করেনি, তবে আমাদের প্রার্থী নুরুল আমিন প্রতিনিয়ত নেতাকর্মিদের সাথে যোগাযোগ করে নির্দেশনা দিয়ে যাচ্ছেন। নেতা কর্মিদেরকে যার যার দায়িত্ব বন্টন করে দেয়া হয়েছে। কিন্তু উপজেলাজুড়ে আওয়ামীলীগ সন্ত্রাসীরা বিএনপি নেতা কর্মিদের উপর হামলা মামলার মাধ্যমে নির্বাচনী পরিবেশকে বিনষ্ট করে যাচ্ছে।

নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, আমরা নির্বাচনকে কেন্দ্র করে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র কমিটি গঠন থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করেছি। প্রতিটি নির্বাচনী কেন্দ্রে পোস্টার, লিফলেট ও ব্যানার বিলিবন্টন শেষ হয়েছে। বর্তমানে আমরা আমাদের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে ঘরে ঘরে গিয়ে উন্নয়নের চিত্র তুলে ধরে আবারো নৌকায় ভোট চাইছি।

মিরসরাই উপজেলা ও দু’টি পৌরসভা নিয়ে গঠিত চট্টগ্রাম-১ মিরসরাই আসন। বেশ কয়েকটি শিল্প কারখানা, অর্থনৈতিক অঞ্চল ও পর্যটন স্পট রয়েছে মিরসরাইয়ে। গুরুত্বপূর্ণ আসনটির বর্তমান এমপি গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। স্বাধীনতার পর পাঁচবার এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তাঁর বিপরীতে প্রথমবারের মতো সংসদ নির্বাচনে লড়বেন ধানের শীষের নুরুল আমিন। তৃনমূলের নেতা হিসেবে পরিচিত নুরুল আমিন ইউপি মেম্বার থেকে চেয়ারম্যান, পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন।