হিজরা ও বেদের সম্প্রদায়ের মাঝে খাদ্য বিতরণ

মিরসরাইয়ে চট্টগ্রাম পুলিশ সুপারের মহতী উদ্যোগ

মিরসরাই প্রতিনিধি:::
চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম (সেবা) এর উদ্যোগে মিরসরাইয়ের ২৩০টি হিজরা ও বেদে পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার ( ২৯ এপ্রিল) সকালে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট কলেজ মাঠে অনুষ্ঠিত খাদ্য বিতরণ অনুষ্ঠানে পুলিশ সুপারের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মিরসরাই সার্কেলে এএসপি শামসুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরী, জোরারগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজ উদ্দিন ভূইয়া, সেকেন্ড অফিসার সিরাজুল ইসলামসহ উর্ধতন কর্মকর্তাবৃন্দ।
মিরসরাই সার্কেলের এএসপি শামসুদ্দিন ছালেহ আহম্মদ চৌধুরী জানান, চট্টগ্রাম পুলিশ সুপার এসএম রশিদুল হক পিপিএম (সেবা) এর উদ্যোগে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানাথীন ২৩ জন হিজরা ও ২০৭ জন বেদে সম্প্রদায়ের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে পুলিশ যেভাবে খাদ্য সামগ্রী বিতরণ করছে সবাই যদি এই নিয়ম মেনে চলে তাহলে করোনা ভাইরাস সংক্রমণ ঝুঁকি এড়ানো সম্ভব।