টেকনাফে সাগরে মাছ শিকারে গিয়ে যুবক নিখোঁজ

কক্সবাজারের টেকনাফের বাহারছড়া সাগরে মাছ শিকারে গিয়ে মো. রাসেল (১৯) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন।

রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জাহাজপুরা মাদারবনিয়া নৌ-ঘাটে এ ঘটনা ঘটে।

নিখোঁজ যুবক টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা -মাদারবনিয়া জুম্মাপাড়া এলাকার ইসহাক আহমেদর ছেলে।

নিখোঁজ রাসেলের মামা জানান, বিকেলে সাগরে মাছ ধরার জন্য জাল ভাসাতে গিয়ে পানির স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায়। পরে স্থানীয় জেলেরা নৌকা নিয়ে অনেক খোঁজাখুজি করার পরেও পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন।

তিনি জানান, নিখোঁজ জেলের খোঁজ নেওয়া হচ্ছে। প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে।