আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, বিচারিক কার্যক্রম চালুর বিষয়ে সরকার আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি। তবে বিচারক নিয়োগ হলে যেকোনো সময় বিচারিক কার্যক্রম শুরু হবে ।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ডা. ইশিতা গুমের অভিযোগে র্যাবের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয়েছে। এছাড়াও জুলাই গণহত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ৭৭ জনের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আরও ২ টি অভিযোগ জমা পড়েছে ।