চট্টগ্রামে ৪ সাংবাদিককে হত্যা মামলার আসামী করায় সিইউজের উদ্বেগ

চট্টগ্রামের চারজন সাংবাদিককে হত্যা মামলার আসামী করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন-সিইউজে। পরিস্থিতির সুযোগ নিয়ে ব্যক্তিগত আক্রোশ কিংবা হীন স্বার্থ চরিতার্থ করতে স্বার্থান্বেষী মহল হয়রানির উদ্দেশ্যে সাংবাদিকদের মামলায় জড়াচ্ছে উল্লেখ করে সংগঠনর নেতৃবৃন্দ অবিলম্বে এ মামলা প্রত্যাহারসহ এ ধরণের ন্যাক্কারজনক মানসিকতা থেকে সরে আসার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।

চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে একটি সরকারের পতনের পর দেশের মানুষ যখন একটি নতুন বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখছেন তখন চট্টগ্রামসহ সারাদেশে সাংবাদিকদের বিরূদ্ধে হত্যা, হত্যা প্রচেষ্টা, নাশকতাসহ বিভিন্ন ধরণের জঘণ্য অভিযোগে দায়ের করা মামলায় জড়িয়ে দেয়া হচ্ছে।

সম্প্রতি চান্দগাঁও থানায় দায়ের করা একটি হত্যা মামলায় একুশে টেলিভিশনের সাবেক আবাসিক সম্পাদক রফিকুল বাহার, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সাবেক সাধারণ সম্পাদক শুকলাল দাশ ও সময় টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান কমল দে-কে আসামী করা হয়। এর আগে সিএমএম আদালতে পৃথক দুইটি মামলায় মোট ২৯জন পেশাদার সাংবাদিকের নাম আসামীর তালিকায় জুড়ে দেয়া হয়েছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রত্যেক গণমাধ্যম প্রতিষ্ঠানের নিজস্ব পলিসি থাকে। হাউসের পলিসি অনুযায়ী কর্মরত সাংবাদিকদের প্রতিবেদন তৈরি ও সংবাদ পরিবেশন করতে হয়। এক্ষেত্রে চট্টগ্রামের সাংবাদিক সমাজ সবসময় পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনসহ অতীতের যে কোন গণতান্ত্রিক আন্দোলনের সঠিক চিত্র দেশবাসীর কাছে তুলে ধরেছে এই সাংবাদিকরাই। আমরা লক্ষ্য করছি, কিছু সুযোগ সন্ধানী ও স্বার্থান্বেষী মহল রাজনৈতিক পটপরিবর্তনের পর অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে পেশাদার সাংবাদিকদেরকে তাদের স্বার্থ সিদ্ধির লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। সিইউজে নেতৃবৃন্দ বলেন, রক্তস্নাত একটি আন্দোলনের পর দেশের মানুষ যেখানে একটি নতুন বাংলাদেশ এর স্বপ্ন দেখছে, সেখানে স্বার্থান্বেষী মহলের চক্রান্তে সাংবাদিকদের এভাবে মামলার আসামী করার ঘটনা সম্পূর্ণ অনাকাক্সিক্ষত। নেতৃবৃন্দ অবিলম্বে হয়রানিমূলক এসব মামলা থেকে পেশাদার সাংবাদিকদের নাম প্রত্যাহার করে নেয়ার জন্য জোর দাবি জানান।