শেষ মুহূর্তেই ভারতের কাছে হারল বাংলাদেশ

ম্যাচটা ড্র-ই হতে যাচ্ছিল। ৯০ মিনিট পর্যন্ত দুদলের কেউই গোলের দেখা পায়নি। কিন্তু পরের দুই মিনিটেই ম্যাচের ফল বদলে যায়। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করে জয় ছিনিয়ে নেয় ভারত। বাংলাদেশের সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্ট শুরু হলো হার দিয়ে।

ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে সুমিত শর্মার গোলে হারে বাংলাদেশ।

ম্যাচের শুরু থেকে দুদল একের পর এক সুযোগ মিস করতে থাকে। প্রথম ভুলটা করে বাংলাদেশ। ১০ মিনিটে ভারতের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেনি যুবারা। যার খেসারত দিতে হলো হার দিয়ে।

গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতিতে যায় উভয় দল। দ্বিতীয়ার্ধেও ম্যাচের ভাগ্য বদলাচ্ছিল না। ৭৫ মিনিটে আক্ষেপে পুড়ে ভারত। ওই সময় ভারতের এক খেলোয়াড়ের নেয়া দূরপাল্লার শট বাংলাদেশের পোস্টে লেগে ফিরে আসে। এরপর যোগ করা সময়ে সুমিতের ওই গোল। তারপরও কামব্যাকের সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু আক্রমণ ব্যর্থতায় হার নিয়েই মাঠ ছাড়তে হয়।

রোববার (২২ সেপ্টেম্বর) গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। নকআউট পর্বে যেতে হলে ওই ম্যাচে জয় পেতেই হবে, পাশাপাশি চেয়ে থাকতে হবে ভারত বনাম মালদ্বীপের ২৫ সেপ্টেম্বরের ম্যাচের দিকে। ওই ম্যাচে ভারত জিতলে সেমির টিকিট পাবে বাংলাদেশ, আর মালদ্বীপ জিতলে লাল সবুজের প্রতিনিধিদের গোল ব্যবধানে অন্য দুই প্রতিপক্ষের চেয়ে এগিয়ে থাকতে হবে।