বিজয় দিবসের সিটি মেয়রের শুভেচ্ছা বাণী

আটচল্লিশতম মহান বিজয় দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ্আলহ্জ্বা আ.জ.ম.নাছির উদ্দীন। তিনি আজ বিনম্্র চিত্তে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন, মহান মুক্তিযুদ্ধের ত্রিশলাখ শহীদ ও তিনলাখ মা-বোনের অসামান্য আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন দেশ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করে মেয়র বলেন, তাঁর আহবানে জাতি সাড়া দিয়ে নয়মাস মরণপন যুদ্ধের মাধ্যমে বাঙালী জাতি ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর কাংখিত বিজয় অর্জন করে।মেয়র বলেন ২০২১ সালে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে। এই সুবর্ণজয়ন্তীকে সামনে রেখে দলমত নির্বিশেষে সকলের ঐকান্তিক প্রচেষ্ঠায় একটি সুখী,সমৃদ্ধ,অসাম্প্রদায়িকও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নে মেয়র আগামী একাদশ জাতীয় নির্বাচনে নিজ নিজ অবস্থান থেকে সকলকে দায়িত্বশীল অবদান রাখার জন্য আহবান।