আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়ার তাজেদারে নবুয়্যত শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আঞ্জুমানে কাদেরীয়া চিশতীয়া আজিজিয়া বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে পবিত্র ১২ রবিউল আউয়াল উপলক্ষে ১৯তম তাজেদারে নবুয়্যত শীর্ষক সেমিনার ও মাহফিল গত ১৬ সেপ্টেম্বর সোমবার বাদে এশা হতে নগরীর পাঠানটুলী রোডস্থ দ্বীন মোহাম্মদ কনভেনশন হলে আঞ্জুমানে কাদেরীয়া চিশতিয়া আজিজিয়া চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি হাজী মুহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান মেহমান ছিলেন ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত আল্লামা শাহসুফি অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দিন (মা.জি.আ) প্রধান বক্তা ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার মুদাররিস আল্লামা গোলাম মোস্তফা মোহাম্মদ নুরুন্নবী আল কাদেরী।

বিশেষবক্তা পাঠানটুলি গায়েবী মসজিদের খতিব মাওলানা আবদুল কাদের সাকিব আল কাদেরী। উপস্থিত ছিলেন আঞ্জুমানে কাদেরীয়া চিশতি আজিজিয়া বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ওয়াসিম আকরাম, চট্টগ্রাম মহানগর শাখার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী রাসেল, সহ সভাপতি জাবেদ নেজামী, সালাউদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম শরীফ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ দিদার, মোহাম্মদ শাখাওয়াত, মোহাম্মদ মুরাদ, মোহাম্মদ পারভেজ, কাইসার, আনিস,ইকবাল, নুর মোহাম্মদ, আসিফ, সবুজ, আলসাবা প্রমূখ।