মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

মহেশখালী উপজেলার কুতুবজোমে নিজ মালিকানাধীন টমটম গ্যারেজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুল ইসলাম নামের এক যুবক মারা গেছেন।

গতকাল (শনিবার) ১৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১.৩০ মিনিটের সময় কুতুবজোম ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেদুল ইসলাম ওই এলাকার নবী হোসেনের বড় ছেলে।

সাবেক মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।