বাড়ি বদলে ফেলছেন অভিনেতা অনিল কাপুরের কন্যা বলিউড অভিনেত্রী সোনম কাপুর। স্বামী আনন্দ অহুজা এবং পুত্র বায়ুর সঙ্গে নতুন করে সংসার করতে চলেছেন অভিনেত্রী। সোনমের নতুন বিলাসবহুল বাড়ির ঠিকানা লন্ডন। নটিং হলে নতুন বাড়িটি সোনমকে উপহার দিয়েছেন তার শ্বশুর হরীশ অহুজা।
বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ হলেই সোনম ও আনন্দ নতুন বাড়িতে গিয়ে উঠবেন বলে জানা গেছে। তবে এই বাড়ির দাম ছাপিয়ে গেছে অন্যান্য তারকাদের বাড়ির মূল্যকে। খবর মিলেছে, ২৩১ কোটি টাকা দিয়ে এই বাড়ি কিনেছেন সোনমের শ্বশুর। লন্ডনের এই বাড়ি আয়তনে ২০ হাজার বর্গফুট। আটতলা এই বহুতলের পাশেই আরও একটি অংশে ফ্ল্যাট তৈরি হচ্ছে বলে জানা যাচ্ছে।
২০১৮ সালে মে মাসে গাঁটছড়া বেঁধেছিলেন সোনম ও আনন্দ। তার আগে দীর্ঘ দিন সম্পর্কে ছিলেন তারা। বিয়ের কিছু দিন পরেই স্বামীর সঙ্গে পাকাপাকি ভাবে লন্ডনে চলে যান সোনম। ২০২২-এর সোনম ও আনন্দের কোলে আসে তাদের প্রথম সন্তান। পুত্রসন্তানের নাম রাখেন বায়ু। বেশ কিছু দিন বলিউড থেকে দূরে ছিলেন সোনম। তবে ফের অভিনয়ে ফিরছেন তিনি।
পেশায় শিল্পপতি হরীশ। বাবার পদাঙ্ক অনুসরণ করে একই পেশা গ্রহণ করেছেন সোনমের স্বামী আনন্দ। পোশাক প্রস্তুতকারী সংস্থার ম্যানেজিং ডিরেক্টর পদে রয়েছেন হরীশ। একই সংস্থায় উচ্চপদে কর্মরত রয়েছেন আনন্দ। সূত্র: আনন্দবাজার