বাঁশখালী পাইরাং থেকে অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে আসা পানি চলাচলের ছড়ার সংযুক্ত ব্রিজের নিচে আটকে থাকা অবস্থায় এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টায় উপজেলার সরল ইউনিয়নের পাইরাং এলাকা থেকে এই লাশ উদ্ধার করে বাঁশখালী থানা পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, পাহাড়ি ঢলে ভেসে আসা এক অজ্ঞাত মহিলার লাশের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। লাশের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।