শফিউল আলম, রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ১নম্বর ওয়ার্ডের অংকুরিঘোনা এলাকায় যুবলীগ নেতা বিতান বড়ুয়াকে হত্যাকান্ডের ঘটনায় রাউজান থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানান রাউজান থানার ওসি কেফায়েত উল্ল্রাহ।
গতকাল ২৭ এপ্রিল সোমবার দুপুরে হত্যাকান্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ রশিদুল হক ও রাউজান রাঙ্গুনিয়া সার্কেলর সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী । হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটন করে হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছেন রাউজান থানার ওসি কেফায়েত উল্ল্রাহ ।
নিহত বিতান বড়ুয়ার মরদেহ ময়না তদন্ত শেষে তার বাড়ীতে নিয়ে আসা হয় । ঐ সময়ে নিহত বিতান বড়ুয়ার স্বজনদের আহাজারীতে এলাকায় সকলের চোখে পানি পড়তে দেখা যায় । যুবলীগ নেতা বিতান বড়ুয়াকে গত ২৬ এপ্রিল রবিবার বিকালে তার বাড়ীর দক্ষিন পাশে বিতান বড়ুয়ার মৎস হ্যচারীর সামনে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসী রাহুল বড়ুয়া, উদয়ন বড়য়িা প্রকাশ তুফান সহ ৫/৬ জন সন্ত্রাসী গুলি করে হত্যা করে। নিহত যুবলীগ নেতা বিতান বড়ুয়া পশ্চিম গহিরা অংকুরি ঘোনা এলাকার অতুল মেম্বারের বাড়ি মৃত সাধন বড়ুয়ার ছেলে। নিহত বিতান বড়ুয়া ১নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। বিতান বড়ুয়া হালদা নদী থেকে মা মাছের ডিম সংগ্রহ করে ডিম ফুটিয়ে মা মাছের রেনু বিক্রয় করতো ও মাছ চাষ করতো । নিহত মাছ চাষী বিতান বড়ুয়ার সাথে প্রতিবেশী রাহুল বড়ুয়া, উদয়ন বড়ুয়ার সাথে গত এক সপাতাহ পুর্বে একই এলাকার জীশু বড়ুয়ার পাকা ঘরের ছাদ ঢলাইয়ের কাজ নিয়ে বিরোধ সৃষ্টি হয় । সন্ত্রাসী রাহুল বড়ুয়া ও উদয়ন বড়ুয়া তুফান জীশু বড়ুয়ার পাকা ঘরের ছাদ ঢালাইয়ের কাজে ২লাখ টাকা চাদাঁ দাবী করলে নিহত যুবলীগ নেতা বিতান বড়ুয়া এতে বাধা দেয় । বিতান বড়ুয়া সন্ত্রাসীদের চাদাঁ না দিয়ে জীশু বড়ুয়ার পাকা ঘরের ছাদের ঢালাইয়ের কাজ করে দেয় । ্এই বিরোধের জের ধরে সন্ত্রাসীরা বিতান বড়ুয়াকে হত্যা করে বলে এলাকার লোকজন তাদের নাম প্রকাশ না করার শর্তে জানান ।
নিহতের স্ত্রী জয়াশ্রী বড়ুয়া বলেন ‘আমার স্বামী বিতান বড়ুয়া গত ২৬ এপ্রিল রবিবার ‘বিকেল পৌণে ৪টার দিকে বাড়ির পাশের দিদির কাছ থেকে দুই হাজার টাকা ধার নিয়ে বাড়ি ফিরছিলেন বিতান বড়ুয়া। ফেরার পথে বাড়ির দক্ষিন পাশে একটি ভবনে ওঁৎ পেতে থাকা একই এলাকার মৃত অনাদি বড়ুয়ার ছেলে রাহুল বড়ুয়া ও ছেনরাম বড়ুয়ার ছেলে উদয়ন বড়ুয়া প্রকাশ তুফান বড়ুয়াসহ ৫-৬ সন্ত্রাসী আমার স্বামী বিতান বড়ুয়াকে গুলি করে হত্যা করে।





