চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকার ময়লার ভাগাড় থেকে একদিন বয়সী নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বিপরীতে কাসেম মঞ্জিলের গেইটের পাশে ময়লা ভাগাড়ে শিশুটি মরদেহ পাওয়া যায়।
পাঁচলাইশ থানার উপ-পরিদর্শক এস আই মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি নবজাতকের মরদেহ পাওয়া যায় ময়লার ভাগাড়ে। সুরতহাল শেষে মরদেহটি দাফনের জন্য আঞ্জুমান মুফিদুলে দেওয়া হয়েছে।