শফিউল আলম, রাউজান ঃযুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ডস্থ (বস্টন) এ মাইজভাণ্ডার শরিফস্থ গাউসিয়া হক মনজিল প্রতিষ্ঠিত ‘মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ’ কেন্দ্রিয় পর্ষদ নিয়ন্ত্রণাধীন বস্টন শাখার ব্যবস্থাপনায় ‘পবিত্র শোহাদায়ে কারবালা মাহফিল-২০২৪’ অনুষ্ঠিত হয়। গত ৭ সেপ্টেম্বর শনিবার অনুষ্টিত শোহাদায়ে কারবালা মাহফিলে সভাপতিত্ব করেন- বিশ্বসমাদৃত ‘মাইজভাণ্ডারীয়া ত্বরিকা’র প্রবর্তক গাউসুল আযম হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.)-এর প্র-প্রপৌত্র, মাইজভাণ্ডার দরবার শরিফস্থ ‘গাউসিয়া হক মনজিল’এর সম্মানিত সাজ্জাদানশীন ও ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’-এর ম্যানেজিং ট্রাস্টি হযরত শাহ্ সুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)।
শাখা কমিটির সাধারণ সম্পাদক জুবায়ের সিকদার-এর সঞ্চালনায় মাহফিলে প্রধান আলোচক হিসেবে ‘জগতব্যাপী ইসলামের মৌলিক আদর্শ প্রচারে আহলে বাইতে রাসুল (দ.)-এর আত্মত্যাগ : প্রেক্ষিত শাহাদাতে কারবালা’ বিষয়ে আলোচনা করেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কস্থ নর্থব্রন্স্ক ইসলামিক সেন্টার-এর সম্মানিত পরিচালক ও খতীব আল্লামা ড. সাইফুল আযম আজহারী। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন হাফেজ আল্লামা এহসান ওয়ারিস। স্বাগত বক্তব্য রাখেন, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ, বস্টন শাখার সভাপতি ড. এম এমরানুল করিম ইয়াকুবী।
মাহফিলে আমেরিকার বিভিন্ন অঞ্চল এবং কানাডা হতে আশেক-ভক্ত ও আমন্ত্রিত মেহমানগণ উপস্থিত ছিলেন।